Saturday, November 18, 2017

দরিদ্র -মেধাবি ছাত্রছাত্রীদের বৃত্তি

যশোর পলিটেকনিক প্রাক্তনীর ১৭ নভেম্বর সভায় সাধারণ সম্পাদক জহুরুল হক মুন্সী; দরিদ্র -মেধাবি ছাত্রছাত্রীদের বৃত্তি দেয়ার ব্যাপারটি আলোচনায় উঠলে তাৎক্ষনিক দেড় লক্ষের মত ফান্ড সংগ্রহ হয়েছে৷ দাতা সদস্যদের নামের তালিকা।  যথা :
১. জহুরুল হক মুন্সী (১৯৮৪): ৫০০০০/=
২. আবুল কালাম আজাদ (১৯৮৮): ২৫০০০/=
৩. হাফিজুর রহমান (১৯৮৩): ১০০০০/=
৪. গাজী খালেদুর রহমান (১৯৮৩): ১০০০০/=
৫. নুরুজ্জামান শিমুল (১৯৮৪): ৫০০০/=
৬. ফরহাদ হোসেন (১৯৯৮): ১০০০০/=
৭. মজিবুর রহমান (১৯৮৩): ২০০০/=
৮. ইদ্রিস আলী (১৯৭৯): ২০০০০/=
৯. এনামুল হক (২০১০): ৫০০/=
১০. এ বি এম আতিয়ার রহমান (১৯৭৮): ১০০০০/=

Wednesday, August 30, 2017

ঈদ মোবারক

সকল প্রাক্তনীকে,
যশোর পলিটেকনিক প্রাক্তনীর পক্ষ হতে জানাই।
ঈদ মোবারক


Monday, August 21, 2017

আগামী ২৫ আগস্ট নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির পরিচিতি ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা


সম্মানিত প্রাক্তনী,

আগামী ২৫ আগস্ট, শুক্রবার বিকেল ৪ঘটিকার সময় যশোর পলিটেকনিক প্রাক্তনীর নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির পরিচিতি ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ বিষয়ে আলোচনা সভা আইডিইবি ভবন, কাকরাইল-এ অনুষ্ঠিত হবে। সকল প্রাক্তনীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বিঃদ্রঃ কার্যনির্বাহী কমিটির সদস্যদের অবশ্যই উপস্থিত থাকার ব্যাপারে বিনীত অনুরোধ করা হচ্ছে ৷
অনুরোধে,
জহুরুল হক মুন্সী
সাধারন সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী

প্রচারে,
মোঃ কামাল হোসেন বিশ্বাস,
যুগ্ম সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী৷
যশোর পলিটেকনিক সম্পর্কে জানতে লগ ইন করুন
www.jppbd.blogspot.com
নোটিশটি শেয়ার করার জন্য অগ্রীম ধন্যবাদ৷

Sunday, December 4, 2016

আলোচনা সভার বিজ্ঞপ্তি ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময়

সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,

আগামী ১৩ ডিসেম্বর ২০১৬; মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় পলিটেকনিক প্রাক্তনীর পক্ষ থেকে "যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি ও মিলনমেলা-২০১৬", খুব গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।

স্থান: আইডিইবি ভবন, কাকরাইল , ঢাকা এবং
আইডিইবি অফিস, পুরাতন পৌর বিতান, এম কে রোড, যশোর।

উক্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সকল প্রাক্তনীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিশেষ দ্রষ্টব্যঃ উক্ত দিন ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

অনুরোধক্রমে,
জনাব: মো: জহুরুল হক মুন্সি,
সাধারণ সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী
০১৭১৩০১৪৩০৮

প্রচারে,
জনাব: মো: নুরুল ইসলাম -০১৭১৬-৯০৯৩৯৪ (যশোর)
জনাব: মো: ফরহাদ হোসেন - ০১৭১২-২৬৩০৫২(ঢাকা)
জনাব: মো: সাইদুর রহমান শান্ত - ০১৭১১-৯৬৯৩৪১(যশোর)
জনাব: মো: কামাল হোসেন-০১৯১৬-৪১১৯৫২(ঢাকা)

Wednesday, November 30, 2016

আলোচনা সভার বিজ্ঞপ্তি ০৩ ডিসেম্বর ২০১৬ শনিবার সন্ধ্যা ৪.০০ ঘটিকার সময়


সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,

আগামী ০৩ ডিসেম্বর ২০১৬ শনিবার সন্ধ্যা ৪.০০ ঘটিকার সময় আইডিইবি ভবনে পলিটেকনিক প্রাক্তনীর পক্ষ থেকে "যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি ও মিলনমেলা-২০১৬", "যশোর পলিটেকনিক প্রাক্তণী" ও বিবিধ বিষয়ে আলোচনার আয়োজন করা হয়েছে ।

উক্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সকল প্রাক্তনীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।


অনুরোধক্রমে,
জনাব : মো: জহুরুল হক মুন্সি,
সাধারণ সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী
০১৭১৩০১৪৩০৮

প্রচারে,
জনাব : মো: কামাল হোসেন,
সহ-সাংগঠনিক সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী
০১৯১৬৪১১৯৫২

Tuesday, November 22, 2016

যশোর সিটি ক্যাবলে নিবন্ধনের ব্যাপারে সম্প্রচার করা হচ্ছে

যশোর সিটি ক্যাবলে যশোর পলিটেকনিক ৫০ বছর পূর্তি ও পুনর্মিলনী প্রোগ্রামের নিবন্ধন ও প্রোগ্রামের তারিখ প্রচার করা হচ্ছে৷ আশা করি খুব শিঘ্রই জাতীয় কোন চ্যানেলে এ ব্যাপারে একটি ঘোষণা প্রচার করা হবে৷ যারা এখনো নিবন্ধন করেন নি, দ্রত নিবন্ধন করুন৷

৩১শে ডিসেম্বর'১৬ এর মধ্যে নিবন্ধন করতে হবে

সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,
আস-সালামুয়ালাইকুম।
আপনারা অবগত আছেন যে, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আগামী ২৭-২৮ জানুয়ারি'১৭ অনুষ্ঠিত হবে। নিবন্ধনের সর্বশেষ তারিখ ৩১ ডিসেম্বর'১৬।
যারা ইতিমধ্যে ‍নিবন্ধন করেছেন তাদের নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নাই। আর যারা এখনও নিবন্ধন করেন নাই, তাদের ৩১শে ডিসেম্বর'১৬ এর মধ্যে নিবন্ধন করতে হবে।নতুবা যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান এর স্মরনীকায় তাদের ছবি ও অন্যান্য তথ্য প্রকাশ করা সম্ভব হবে না।

হিসাব নাম : যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি ও মিলনমেলা-২০১৫
চলতি হিসাব নম্বর : ১৬৩১১০১৪৫৪১, ডাচ বাংলা ব্যাঙ্ক , আর এন রোড, যশোর শাখা।

বিকাশ নম্বর: ০১৭১১৩৬৯১০৯ (টালু খান-১৯৭৫ ব্যাচ)

http://jppbd.blogspot.com/2016/11/blog-post_22.html
www.facebook.com/jppdhaka

নিচের দুইটি গ্রুপ থেকে ফরমটি ডাউনলোড করা যাবে।
https://www.facebook.com/groups/703934856376887/
https://www.facebook.com/groups/JPI.Praktani/

ফর্ম টি পূরণ করে এই ইমেইল এ পাঠিয়ে দিবেন।
email: jpidhaka@gmail.com

এবং এই বিকাশ নম্বর এ আপনার টাকা বিকাশ করবেন: ০১৭১১৩৬৯১০৯ (টালু খান-১৯৭৫ ব্যাচ)

বিশেষ দ্রষ্টব্যঃ তথ্যটি শেয়ার করুন। আপনি নিবন্ধন করুন এবং আপনার পরিচিত যশোর পলিটেকনিকের কেউ থাকলে তাকে নিবন্ধন করার ব্যাপারে সহযোগিতা করুন।
এছাড়া বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন : ০১৯১৬-৪১১৯৫২, ০১৭১৫-৭০১৯৯৭, ০১৭১৬-৯০৯৩৯৪, ০১৯১৩-০২৩১৪৮।

প্রচারে,
মো কামাল হোসেন (২০১০)
সহ সাংগঠনিক সম্পাদক , জে পি পি, ঢাকা
মোবাইল : ০১৯১৬-৪১১৯৫২